সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে লড়তে চান তিনি। হোয়াইট হাউসের যাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও সম্পদ কমেছে এই ধনকুবেরের। ২০১৬ সালের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সম্পদ কমেছে ৪৬ শতাংশ। খবর হিন্দুস্তান টাইমসের।
ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, বর্তমানে ট্রাম্প ২৬০ কোটি মার্কিন ডলার সম্পদের মালিক। ২০১৬ সালে এর পরিমাণ ছিল ৪৬০ কোটি ডলার। আর ২০২২ সালে এর পরিমাণ ছিল ৩০ কোটি ডলার।
২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছিল ফোর্বস। ওই সময় ৪০০ ধনকুবেরের নাম প্রকাশ করা হয়। তবে, সে জায়গায় নাম ছিল না ট্রাম্পের। তালিকায় প্রবেশের জন্য ৩০ কোটি ডলার কম ছিল সাবেক প্রেসিডেন্টের হাতে।
ব্লুমবার্গের তথ্যমতে, ট্রাম্পের প্রধান আয় আবাসন ব্যবসার খাত। নিউইয়র্কের আবাসন খাত, গলফ কোর্স ও বিশ্বজুড়েই তার হোটেল রয়েছে।
এম