সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুপিয়ানস্কের কাছে একটি মুদি দোকানে রুশ হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো। খবর: আল জাজিরার।
খার্কিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার পর রুশ বাহিনী কুপিয়ানস্ক জেলার হরোজা গ্রামে একটি ক্যাফে ও দোকানে গোলাবর্ষণ করে।
তিনি বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ বছরের একটি শিশুসহ ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
২০২২ সালের শুরুর দিকে ক্রামাতোর্ক রেলওয়ে স্টেশনে হামলার পর ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে এই হামরাটি সবচেয়ে প্রাণঘাতী বলে মনে হচ্ছে।
জেডএ