সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতরা সবাই কিউবান নাগরিক। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা গেছে।
রোববার (১ অক্টোবর) দেশটির চিয়াপাস অঞ্চলের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গুয়াতেমালা থেকে উত্তরে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে মেক্সিকো পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি একটি সুপরিচিত রুট।
মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটি একসঙ্গে এত লোক বহনের উপযোগী ছিল না। দুর্ঘটনায় পড়ার পর এর চালক পালিয়ে যায়।
প্রাথমিক তথ্য বলছে, অতিদ্রুত চলতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে উল্টে যায়।
কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা যায়, নাম্বারপ্লেট বিহীন একটি ট্রাক রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে। এর কাঠের পাটাতন ও পাশের অংশ ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।
দুর্ঘটনায় আহত ১৭ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আইএনএম।
সূত্র: রয়টার্স ও আল জাজিরা।
জেডএ