সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেদারল্যান্ডসের রটারডাম শহরে পৃথক বন্দুক হামলায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টার ও পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার পর মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালান বন্দুকধারী। এতে ওই বাড়িতে আগুন ধরে যায়। এরপর বন্দুকধারী মেডিকেল সেন্টারে গিয়ে গুলি চালান। সেখানেও আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন। পুলিশ আরও জানায়, গুলিতে যে তিনজন নিহত হয়েছেন তারা হলেন: ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন শিক্ষক।
একজন মেডিকেল শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, প্রথমে চতুর্থ তলায় গুলি চলায়। চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রোলবোমা ছোড়া হয়।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, আমার চিন্তাভাবনা সহিংসতার শিকার, তাদের প্রিয়জনদের এবং সেই সমস্ত লোকদের জন্য যারা খুব ভয় পেয়ে গেছে।
বৃহস্পতিবারের গুলি চালানোর পর এক ব্রিফিংয়ে রটারডাম পুলিশ কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী দুই বছর আগেও প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
সূত্র: বিবিসি