সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে এক ব্যক্তি ও তার স্ত্রীকে লোহার রড এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। তাদের মুসলিম ছেলে সনাতন ধর্মাবলম্বী এক মেয়ের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ঘটনাস্থলেই আব্বাস ও তার স্ত্রী কামরুল নেসা দম্পতি মারা যান। এরপর আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর: এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে আব্বাসের ছেলে পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এ ঘটনায় মামলা দায়ের করে আব্বাসের ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। আব্বাসের ছেলে কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেলে কয়েকজন ওই দম্পতির ওপর হামলার পরিকল্পনা করে।
গ্রামবাসীর মতে, নিহত দম্পতির ছেলে শওকত রামপালের মেয়ে রুবির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে রুবিকে অপহরণ করে নিয়ে যান শওকত। ওই সময় রুবি নাবালক ছিল এবং মামলা দায়েরের পর পুলিশ শওকতকে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে শওকত আবার রুবিকে নিয়ে যায় এবং জুন মাসে তাকে বিয়ে করেন।
থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজনের খোঁজ চলছে, তাদেরও গ্রেপ্তার করা হবে।
জেডএ