সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষ শাস্ত্র একটি পূর্বাভাষের বিজ্ঞান। সভ্যতার ঊষাকাল থেকেই এ বিজ্ঞান বহু মানুষের উপকার করার প্রয়াসে ব্যবহৃত হচ্ছে। দেশ টিভি অনলাইনের মাধ্যমে পাঠকরা এই শাস্ত্রর দ্বারা উপকৃত হোক এ ক্ষুদ্র প্রয়াসে জ্যোতিষীর এ চেষ্টা। সকলের সাফল্যময় জীবন প্রত্যাশা করেই এগিয়ে চলার এ যুগল বন্ধন। আসুন এগিয়ে চলি সামনের দিকে। চলুন জেনে নেই আগামী সাত দিন ( ১১ আগস্ট ২০২৩ থেকে ১৭ আগস্ট ২০২৩) ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহটি আর্থিক উন্নতির। আদায় হবে বকেয়া টাকা। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। আত্মীয় কুটুম্ব বৃদ্ধির সময়। আপনার যোগাযোগের দক্ষতা দিয়ে ব্যবসায়ীক উন্নতি করুন। ব্যবসায়ীক প্রচারেই প্রসার। মধ্যভাগে আপনার প্রত্যাশা পূরণে প্রকৃতিও এগিয়ে আসবে। নিকটজনদের সাহায্য পাবেন। দূর হবে গৃহস্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা। সৌন্দর্য প্রেমীদের সুন্দর একটি ভালোবাসার জন্ম হবে। সৃজনশীল কাজে সাফল্য লাভ।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): আপনার হারানো সম্মান ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধারের সময়। ব্যক্তি জীবনে ফিরে আসবে সাফল্য। আর্থিক শত বাধা কাটিয়ে আয় রোজগার বৃদ্ধি পাবে। আদায় হবে বকেয়া বিল বেতন। ব্যবসায়ীক মন্দা কাটাতে সক্ষম হবেন। মধ্যভাগ থেকে তথ্যগত সহায়তা আপনাকে উজ্জীবিত করবে। চাকরিজীবী হন বা ব্যবসায়ী এ সময়ে ঝোপ বুঝে কোপ মারার সময়। শেষ দিকে চলমান পারিবারিক জটিলতা ও বিরোধ কাটিয়ে উঠবেন। স্বপ্ন পূরণে এগিয়ে যাবেন এক ধাপ।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সৌন্দর্য পিপাসুদের সপ্তাহের শুরুতেই ভ্রমণের সু-সময়। প্রবাসী জীবনে আসবে সাফল্যের সংবাদ। ব্যক্তি ও কর্মজীবনে নিজের হারানো মর্যাদাটুকু ফিরে পেতে পাবেন ভাগ্যের সহায়তা। ব্যবসায়ীক ও পারিবারিক জীবনে শান্তির সুবাতাস আসন্ন। মধ্যভাগের পর আয় রোজগারের বাধা কেটে যাবে। ব্যবসায়ী হোন বা চাকরিজীবী বকেয়া টাকা আদায়ে সফলতা। তথ্য প্রযুক্তির হাত ধরে কর্ম জীবনে এগিয়ে যাওয়ার সময়। মধ্যস্থতার কাজে অর্থ লাভের যোগ।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): বন্ধুদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলতে পারবেন। বড় ভাই বোনের সহায়তায় ব্যবসায়ীক ও কর্মজীবনে সাফল্য লাভ। বৈদেশিক কাজে চলমান সকল বাধা দূর হবে। বিদেশ যাত্রার স্বপ্ন পূরণের সময়। আইনগত সকল জটিলতা থেকে মুক্ত হবেন। শেষার্ধে ব্যক্তিজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসন্ন। সম্মান মর্যাদা ও পদ পদবী বৃদ্ধি পাবে। নিজের মেধা ও বুদ্ধি দিয়েই সকল ক্ষেত্রে বিজয়ী হবেন। আয় রোজগারের প্রতিটি চেষ্টা হবে অব্যর্থ। পাওনা টাকা ও বকেয়া টাকা আদায়ে সঞ্চয়ে অগ্রগতি।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সামাজিক সাংগঠনিক দক্ষতার জন্য প্রশংসিত হবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে নতুন দায়িত্ব প্রাপ্তি। চাকরির পরীক্ষায় সাফল্য আসবে। বন্ধুদের সাহায্যে ব্যবসায়ীক ক্ষেত্রে সফলতার সময়। চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের চেষ্টা সফল হবে। শেষার্ধে বৈদেশিক বাণিজ্যে সফলতা। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ন্যায়ের লড়াইয়ে আপনি বিজয়ী হবেন। শেষ দিকে দুর্নাম বদনামের হাত থেকে সম্মানের সঙ্গে পরিত্রাণ। যোগ্য নেতৃত্বর গুণে প্রশংসিত হবেন।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): সৌভাগ্যকে চিনে নিতে হবে। অস্থিরতা আর অনিশ্চয়তার অবসান আসন্ন। বিদেশে ভাগ্য উন্নতির সময়। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ফিরে আসবে। আপনার বিরুদ্ধ করা সকল অভিযোগ খণ্ডাতে সক্ষম হবেন। নতুন চাকরির সুযোগকে লুফে নিতে হবে। শেষার্ধে ব্যবসায়ীকভাবে সফল হতে পারবেন। বন্ধুর পূর্ণ সমর্থনে জীবনের কোনো বদভ্যাস ত্যাগ করবেন। ভ্রমণ প্রিয়দের ভ্রমণের যোগ। প্রবাসী বন্ধুর সাহায্য লাভের সময়। বৈদেশিক কাজের মাধ্যমে আয় রোজগার।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): নিজের মধ্যকার হীনমন্যতাকে দমন করতে পারলে সফল হবেন। পুরোনো কোনো ঝামেলা থেকে এ সময়ে নিষ্কৃতি লাভ। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার সুযোগকে কাজে লাগাতে পারেন। উচ্চ শিক্ষার স্বপ্নপূরণ। শেষার্ধে নতুন চাকরিতে সফল হবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য নিয়ে এগিয়ে যেতে হবে। পদোন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি। বকেয়া বিল বেতন আদায়ের পাশাপাশি নতুন রোজগারেও সফল হবেন। হারানো বন্ধুকে ফিরে পাওয়ার সময়।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): দাম্পত্য সুখ শান্তির সময়। অবিবাহিতদের হঠাৎ করেই বিয়ের সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে সফল হবেন। ব্যক্তিগত ও ব্যবসায়ীক দেনা পাওনা মিটিয়ে নতুন হিসাবের খাতা খুলতে পারেন। হারানো সম্পত্তি উদ্ধারে অগ্রগতি। হয়রানি বিষয়ে সতর্ক থাকবেন। শেষার্ধে পরিশ্রমী ও মেধাবীদের ভাগ্য উন্নতি হবেই। শিক্ষার জন্য বিদেশ যাত্রা। ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনা মানসিক প্রশান্তি আনবে। কর্মক্ষেত্রে ভাগ্য সহায় হলে পদোন্নতি অবধারিত। বেকারত্ব থেকে মুক্তি লাভের সময়।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতে মানসিকভাবে চাঙা থাকবেন। কোনো বাধাই আপনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। নিজের ব্যক্তিত্ব দিয়ে প্রতিদ্বন্দ্বীকেও হারিয়ে দেবেন। সাংসারিক জীবনে ফিরে আসবে সুখ শান্তি। আপনার ব্যবসায়ীক দক্ষতার গুণে নতুন ব্যবসায় ও সফলতা। শেষার্ধটা পাওনাদারের দেনাপাওনা শোধে সাফল্যের। হারানো পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সফল হবেন। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি। বিদেশ যাত্রার স্বপ্নপূরণ। বাণিজ্যে আসবে সাফল্য। আইনের জটিলতা কাটিয়ে উঠবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): হারানো ভালোবাসা ফিরে আসবে জীবনে। আপনার মাঝে লুকায়িত অভিনয় প্রতিভা বিকাশের উপযুক্ত সুযোগ পাবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হবে দূর। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতায় সাফল্য লাভ। এ সময়ে নতুন সহকর্মী ও কর্মচারীদের সততায় মুগ্ধ হবেন। শেষার্ধে ব্যবসা বাণিজ্যে উন্নতির পাশাপাশি ব্যাচেলার জীবনেরও অবসান হবে। গৃহে ফিরে আসবে দাম্পত্য সুখ। পর ধন প্রাপ্তির যোগ। হয়রানি ও প্রতারণা থেকে মুক্ত হতে পারবেন। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি) : পারিবারিক জীবনে শুভ কোনো ঘটনা ঘটবে। মা-এর দোয়া ও আশীর্বাদ লাভের সময়। আত্মীয় বিরোধের হাত থেকে রক্ষা পাবেন। প্রেমের জীবনে আসবে পরিপূর্ণ সাফল্য। প্রতিযোগীতায় আপনাকে হারাবে এমন সাধ্য কার। বিদ্যার্থীরা ফিরে পাবেন মনোযোগ। শেষার্ধে কর্মজীবনে সহকর্মীদের সাহায্য আপনাকে এগিয়ে দেবে সাফল্যের পথে। সকল প্রকার দুশ্চিন্তা মুক্ত হবেন। অংশীদারি ও একক ব্যবসায় অপ্রতিদ্বন্দ্বী হতে পারবেন। জীবন সাথীর ভালোবাসায় ভরে উঠবে মন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): যোগাযোগের সকল ক্ষেত্রেই সাফল্য আসবে। পাড়া প্রতিবেশী ও ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। গণমাধ্যমে কাজের উপযুক্ত সময়। প্রত্যাশা পূরণে আত্মীয়স্বজনের সাহায্য লাভ। এ সময়ে নিজস্ব গৃহ ভূমি প্রাপ্তি। যানবাহন বদলাতে পারেন। শেষার্ধে প্রতিযোগিতামূলক কাজে বিজয়ী হওয়ার যোগ। নিজের ভালোবাসাকে রক্ষা করতে সর্ব শক্তি নিয়োগ করুন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও উন্নতি সহকর্মীদের ঈর্ষার কারণ হয়ে উঠবে।