দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্যানসার চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্ট (বিএসআরও) এর সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালের অডিটোরিয়ামে ডা. নাজির উদ্দিন মোল্লাহকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৮টা থেকে সরাসরি ও অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্যান্সার চিকিৎসক ও বিএসআরও এর সদস্যরা ভোট প্রদান করেন। দেশের বাইরে অবস্থান করা সদস্যদরা নির্বাচন কমিশনে আবেদনের প্রেক্ষিতে অনলাইনে ভোট প্রদান করেন। প্রকাশিত ফল অনুযায়ী ১১৫ ভোট পান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া পান ৭০ ভোট।
সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যানসার চিকিৎসকদের নিয়ে ১৯৯৯ সালে গঠিত হয় বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্ট। এর আগে সবার সম্মতিতে সভাপতি ও সেক্রেটারি মনোনীত হলেও এবারই প্রথম প্রত্যক্ষ ভোটে সভাপতি ও কোষাধ্যক্ষ পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেক্রেটারি অন্য পদ-গুলতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত ঘোষণা দেওয়া হয়। সেক্রেটারি হিসেবে অধ্যাপক ডা. সাজ্জাদ ইউসুফ এবং কোষাধ্যক্ষ পদে ডা. আলি আজগর চৌধুরী নির্বাচিত হন ।
নির্বাচন পরবর্তী এক সাক্ষাৎকারে ডা. নাজির উদ্দিন মোল্লাহ বলেন, আমার প্রতি যারা আস্থা রেখেছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আগামীতে সবাইকে নিয়ে বিএসআরওকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। সরকারি মেডিকেল কলেজগুলোতে রেডিওথেরাপি বিভাগের নতুন পদ সৃষ্টি, শূন্য পদে পদন্নোতি এবং নতুন সরকারি মেডিকেল কলেজগুলোতে পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ খুলতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাব। এছাড়া বেসরকারি পর্যায়ে চিকিৎসকদের ন্যায্য বেতন কাঠামো তৈরি করতে হবে। এ ব্যাপারে সব পক্ষকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।