ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ নৌরুটে দীর্ঘ সময় ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৮কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়েছে।
এদিকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে সোমবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি।
দুই রুটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা যশোরগামী সোহাগ বাসের চালক সুমন হোসেন জানান, রোববার রাত সাড়ে ৯টায় বাস ছেড়ে রাত সাড়ে ১১টার দিকে পাটুরিয়া ঘাটে এসে ঘনকুয়াশার কারণে যানজটে পড়েছেন। ফেরি চলাচল বন্ধ থাকায় সোমবার সকাল সাড়ে ৮টায়ও পার হতে পারেননি তিনি।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে রোববার রাত সাড়ে ১১টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘনকুয়াশা কমতে থাকলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। গত দুইদিন ধরে ঘনকুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
এটিকে শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. হিলালউদ্দিন জানান, রোববার মাঝরাত থেকে কুয়াশা বাড়তে থাকে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় এই নৌরুটের দুপাড়ে প্রায় তিনশ' যানবাহন আটকা পড়েছে। / সম