সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নব্বইয়ের দশকের শেষের দিকে ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ চিপসের একটি বিজ্ঞাপনের এই সংলাপ ছিল দর্শকদের মুখে মুখে। একটি সংলাপ দিয়েই রীতিমতো তারকা খ্যাতি পেয়েছিলেন শিশু চরিত্রের মডেল মোহাম্মদ সাদ হোসাইন।
এরপরে আর অভিনয়ে নিয়মিত হননি এই সাদ।
কয়েক বছর আগে গুজব ছড়িয়েছিল, ডেঙ্গুতে এই অভিনেতার মৃত্যু হয়েছে। সেই থেকে তিনি আড়ালে। ফেরেননি অভিনয়ে। দীর্ঘ প্রায় দুই দশক পরে শনিবার (১৯ আগস্ট) রাতে জানা গেল- এবার আর গুজব নয়, সত্যি সত্যিই মারা গিয়েছেন এই অভিনেতা। এ তথ্য নিশ্চিত করেছেন কামরুজ্জামান অনি। সাদ তার বোনের স্বামী।
কীভাবে মারা গেছেন তিনি, জানতে চাইলে রোববার (২০ আগস্ট) বিকেলে কামরুজ্জামান বলেন, সাদ আমার বয়সী ছিল। তার বয়স হয়েছিল ৩৯ বছরের মতো। কয়েক বছর আগে তার লিভারের সমস্যা দেখা দেয়। পুরো নষ্ট হয়ে যায়। এটা নিয়েই অসুস্থ ছিল। দুই বছর আগে অপারেশন করা হয়। তারপর থেকে মোটামুটি ভালোই ছিল। মাঝেমধ্যে শারীরিক অবস্থা খারাপ হতো। এর মধ্যে হঠাৎ করে তিন দিন আগে সাদ অসুস্থ হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ছিল সে।
শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় বলেও জানান তিনি।
জেডএ