সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বোঝে না সে বোঝে না ধারাবাহিক নাটকে পাখি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন মধুমিতা সরকার। পরবর্তীতে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।
এরই মধ্যে বাংলার গণ্ডি ছাড়িয়ে দক্ষিণী সিনেমাতেও নাকি ইতিমধ্যেই অভিনয় করেছেন এই সুন্দরী। শোনা যাচ্ছিল, এবার নাকি তিনি হিন্দি ছবিতেও নাম লিখিয়েছেন। পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের সিনেমা ‘ফর্জ’-এ প্রধান চরিত্রে অভিনয় করার কথা প্রকাশ্যে এসেছিল। কিন্তু টালিউডের অন্দরের গুঞ্জন, সেই সিনেমা নাকি বিশ বাঁও জলে। আপাতত বন্ধ শুটিং।
কিন্তু আচমকা কেন এমন আলোচনা? শোনা যাচ্ছে সিনেমাটির জন্য বরাদ্দ হয়েছে যে বাজেট, তা নাকি খুবই বেশি। সূত্র বলছে, এখনই ততটা আয়োজন করে উঠতে পারেনি প্রযোজক। তাই এই মুহূর্তে সিনেমার কাজ শুরু করতে পারছেন না পরিচালক। এ সপ্তাহেই ফ্লোরে যাওয়ার কথা ছিল প্রীতমের। কিন্তু এই মুহূর্তে কাজ শুরু করতে পারছেন না তারা। এই সিনেমায় মধুমিতার বিপরীতে অভিনয় করার কথা তনুজ ভিরওয়ানির। তবে অন্দরের ফিসফাস, কবে এই শুটিং শুরু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অন্য দিকে, ‘চিনি ২’ মুক্তির পরেই মধুমিতা মন দিয়েছেন নতুন কাজে। পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন সিনেমা ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং করতে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন তিনি। এই সিনেমার মাধ্যমে মধুমিতা আবারও জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। এ ছাড়াও রয়েছেন দর্শনা বণিক। এই প্রথম ‘এসভিএফ’ প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও সংস্থার সঙ্গে কাজ করছেন নায়িকা। এত দিন অনেকেরই ধারণা ছিল, নায়িকা অন্য কোনও সংস্থার সঙ্গে কাজ করেন না। তবে সেই ধারণা যে ভুল, সে কথাই বার বার বলে এসেছেন নায়িকা। এ বার সে কথাই প্রমাণ করলেন। শিলাদিত্যর ছবির শুটিং এখনও শেষ হয়নি। এখনও বেশ কিছু অংশের কাজ বাকি রয়েছে। তবে অরুণাচলের অংশের শুটিং আপাতত শেষ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এম