সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে আসে ‘নারী কিসে আটকায়’ ইস্যুটি। এই ট্রেন্ডি প্রশ্নের জবাবে চিত্রনায়ক জায়েদ খান বলেন, নারী আসলে আটকায় জায়েদ খানে। আর সুন্দরী নারীতে আটকায় জায়েদ খান। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে এবার আইনি গ্যাঁড়াকলে আটকে গেলেন তিনি।
জায়েদের বক্তব্য নারীর সম্মান ক্ষুণ্ণ এবং নারীকে হেয়প্রতিপন্ন করেছে এমন অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৩ আগস্ট) দুপুরে এক রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়। এটি পাঠিয়েছেন অ্যাডভোকেট মুনিমা মান্নান।
নোটিশে জায়েদ খানের উদ্দেশ্যে বলা হয়, আপনার মতো বাংলা চলচ্চিত্রের একজন নায়ক এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের সম্মান ক্ষুণ্ণ ও হেয়প্রতিপন্ন করে। বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার অনুরোধ থাকল। এমন কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত না থাকলে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে জায়েদ বলেন, বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন করেছেন। তবে আইনি নোটিশটি এখনও হাতে পাইনি। তাই এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না।
জেডএ