সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয় দেবেরাকোন্ডার জনপ্রিয়তা আকাশচুম্বী। দর্শকনন্দিত এই নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয় না।
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই নায়ক। বিজয় দেবেরাকোন্ডা বিয়েতে রাজি হয়েছেন।
সম্প্রতি তার অভিনীত ছবি ‘খুশি’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিজয় জানান, বিয়ে নিয়ে আগের তুলনায় এখন বেশ সাবলীলভাবে ভাবনাচিন্তা করতে পারেন তিনি। অভিনেতার কথায়, ‘‘আগে বিয়ের কথা শুনলেই বিরক্ত হতাম। এখন আর রাগ হয় না। বরং এখন বিয়ে নিয়ে যথেষ্ট খোলামেলাভাবে কথা বলি আমি। আমার বন্ধুদের দেখি। ওদের দেখে মনে মনে প্রার্থনা করি যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়। আমার মনে হয়, আগামী কয়েক বছরের মধ্যে আমি বিয়ে করার জন্য তৈরি হয়ে যাব। খালি একজন উপযুক্ত পাত্রী পেলেই হলো।’’
বিজয়ের স্বীকারোক্তি শুনে অবাক তার অনুরাগীরা। তবে কী খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে দেখা যাবে বিজয়কে?
বলে রাখা ভালো, দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড— বিজয় ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলচ্চিত্র জগতের সর্বত্র। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ তাদের প্রেম। মালদ্বীপের রিসোর্ট— নিজেদের প্রেমের রঙে ভরিয়েছেন চর্চিত যুগল। এমনকি, একাধিক বার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন বিজয় ও রাশমিকা। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তারা। ‘গীতা গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই বন্ধুত্ব বিজয় ও রাশমিকার। তার পরে ‘ডিয়ার কমরেড’ ছবির সেটেই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। এবার কী তবে প্রেমের সম্পর্কে সিলমোহর দেবেন বিজয় ও রাশমিকা? কৌতূহল চর্চিত জুটির অনুরাগীদের।
এম