সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্সের ছয় প্রতিযোগীর অভিযোগ নিয়ে হইচই পড়েছে। আয়োজকদের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
অর্ধনগ্ন করে শরীরে হাত দেওয়া থেকে তা ক্যামেরাবন্দি করার দাবিও করা হয়েছে।
বিবিসি, রয়টার্স ও সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গত ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত মিস ইউনিভার্স প্রতিযোগীদের বাছাইয়ের পর্ব চলেছে। ওই সময়ে এই যৌন হেনস্তার ঘটনা ঘটেছে।
প্রতিযোগীদের ঘরভর্তি মানুষের সামনে জামাকাপড় খোলার নির্দেশ দেওয়া হয়। শুধুমাত্র অন্তর্বাসে দাঁড় করিয়ে চলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। এরপর তাদেরকে ওই অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়।
তবে এমন কোনো নিয়ম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নেই বলেই দাবি করেছেন তাদের আইনজীবী মেলিসা অ্যাংগেরাইনি। বিষয়টি নিয়ে মিস ইউনিভার্সের আয়োজকদের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইতিমধ্যেই এমন অভিযোগের কথা কানে এসেছে। বিষয়টি তারা খতিয়ে দেখছে।
এম