সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘বার্বি’। সিনেমাটির দর্শক শিশু থেকে বৃদ্ধ সবাই। সব শ্রেণির দর্শকের প্রশংসায় ভাসছে সিনেমাটি। মুক্তির ১৬ দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক অর্জন করেছে বার্বি। খবর ডয়েচে ভেলের
একশ কোটি ডলার মানে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার আটশ কোটি টাকা। সিনেমার পরিবেশক বলেছেন, বক্স অফিসে সিনেমাটি যে এরকম সাফল্য পাবে তা কেউই ভাবেননি।
ওয়ার্নার ব্রাদার্সের রোববার জানিয়েছে, 'আড়াই সপ্তাহের মধ্যেই 'বার্বি' একশ কোটি ডলারের ব্যবসা করে ফেলেছে। তার মধ্যে ৫৪ কোটি ডলারের টিকিট বিক্রি হয়েছে আমেরিকা ও কানাডায়। বাকিটা বিশ্বের অন্য দেশে।'
সিনেমাটি পরিবেশনার দায়িত্বে থাকা সংস্থার পক্ষ থেকে জেফ গোল্ডস্টেইন ও অ্যান্ডু ক্রিসপ বলেছেন, 'আমরা ভাষা হারিয়ে ফেলেছি। সিনেমাটি এরকম সাফল্য পাবে, অতি আশাবাদীরাও ভাবতে পারেননি।
ছবির পরিচালক ও সহ-লেখক গ্রেটা গেরভিগ একটা রেকর্ড করে ফেলেছেন। তিনিই প্রথম নারী সিনেমা পরিচালক, যিনি এককভাবে পরিচালনা করে এই সাফল্য পেলেন।
এফএইচ