সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ মা হয়েছেন। গত ১ আগস্ট ছেলে সন্তানের জন্ম দেন ‘বারফি’ খ্যাত এই অভিনেত্রী। তবে সন্তান জন্মের পাঁচ দিন পর শনিবার (৫ আগস্ট) রাতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলের ছবি শেয়ার করে তিনি।
ইলিয়ানা লেখেন, ‘আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানিয়ে আমরা কতটা আনন্দিত, তা কোনও শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। হৃদয়টা ভরে গেছে।’
ছবির সঙ্গে ছেলের নামও প্রকাশ করেছেন ইলিয়ানা। তারকা অভিনেত্রী তার সন্তানের নাম রেখেছেন ‘কোয়া ফিনিক্স ডোলান’। ধারণা করা হচ্ছে, জীবনসঙ্গীর নামের সঙ্গে মিল রেখেই ছেলের নাম রেখেছেন ইলিয়ানা। কিন্তু এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেননা এখনও লাইফ পার্টনারকে পরিচয় করিয়ে দেননি ইলিয়ানা।
ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে জড়িত ছিলেন ইলিয়ানা। ২০১৯ সালে এই জুটির ব্রেকআপ হয়। এরপর ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিন লরেন্ট মিশেলের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে।
এদিকে গত এপ্রিলে ইলিয়ানা অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হন। তাদের প্রশ্ন ছিল, সন্তানের বাবা কে? কেননা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেও বিয়ে করেছেন কিনা, তা চেপে গেছেন এই অভিনেত্রী।
এইউ