সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতদিন আগে বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকে না ফেরার দেশে চলে গেলেন হলিউডের ২৫ বছরের তরুণ অভিনেতা অ্যাঙ্গাস ক্লাউড। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২১ জুলাই) রাতে মারা যান তিনি। বিবিসি এ খবর প্রকাশ করেছে।
জানা গেছে, বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অ্যাঙ্গাস। সপ্তাহের ব্যবধানে দুজনের চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
অ্যাঙ্গাসের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘এটি খুব দুঃখের। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আজ আমাদের একজন মনের মানুষকে বিদায় জানাতে হয়েছে। একজন শিল্পী, একজন বন্ধু, একজন ভাই এবং একজন পুত্র হিসেবে অ্যাঙ্গাস আমাদের সকলের কাছে অনেক কারণে বিশেষ ছিল। গত সপ্তাহে অ্যাঙ্গাস তার বাবাকে হারিয়েছে। এ ধাক্কা কাটিয়ে উঠার আপ্রাণ লড়াই করছিল সে।’
এ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের একমাত্র সান্ত্বনা অ্যাঙ্গাস এখন তার বাবার সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। তার বাবাই তার জীবনের সেরা বন্ধু ছিলেন।’
অ্যাংগাস ক্লাউড এইচবি চ্যানেলের সিরিজ ইউফোরিয়ায় ফেজো চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে চ্যানেল কর্তৃপক্ষ বলেছেন, ‘অ্যাংগাসের মৃত্যুতে আমরা সত্যিই শোকস্তব্ধ। তিনি অত্যন্ত মেধাবী এবং আমাদের পরিবারের প্রিয় এক সদস্য ছিলেন। তার পরিবারের এই কঠিন সময়ে আমাদের সমবেদনা রইলো।’
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন অ্যাংগাস ক্লাউড। নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। ওই সময় ‘ইউফোরিয়া’র নির্মাতা জেনিফার ভেনদিতির নজরে পড়েন। সেই সূত্রেই সিরিজটিতে কাজ পান।
এফএইচ