দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাবা হতে চলেছেন শ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।। সম্প্রতি সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। জানা গেল, চলতি বছরে জুনে এই তারকা দম্পতির ঘরে আসবে নতুন সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করে নিয়েছেন অভিনেতা।
নিজেদের ও দুই পোষ্যর ছবি পোস্ট করে পরমব্রত লিখেছেন, ‘নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।’
পশ্চিমবেঙ্গর একটি গণমাধ্যমকে পরমব্রতের স্ত্রী প্রিয়া চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।
এদিকে ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই এমন খবরে উচ্ছ্বসিত পরমব্রতের অনুরাগীরা।
২০২৩-এ অর্থাৎ দুই বছর আগে আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। নতুন জীবনের শুরুতে যেমন শুভেচ্ছা পেয়েছেন, তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল অভিনেতাকে। বিশেষ করে, বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে নানা সমালোচনা হয়েছিল। তবে সেসবকে পাশে সরিয়ে তারা ভালবাসা ও স্নেহে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সংসার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত 'এই রাত তোমার আমার'। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও, তবে সেখানে তাকে দেখে একটুও বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা।
এফএইচ