দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মিশা সওদাগর। চলচ্চিত্র অভিনয়ে অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব।
গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সস্ত্রীক এ পুরস্কার গ্রহণ করেন তিনি। একই অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় আরও দু’জনকে। তারা হলেন- অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা উজ্জল।
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত মিশা সওদাগর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, একজন মিশা সওদাগর হয়ে ওঠার নেপথ্য কারিগর আমার স্ত্রী মিতা। অভিনয়ের শত ব্যস্ততার কারণে তাকে একেবারেই সময় দিতে পারিনি। কিন্তু সে কোনোদিন মন খারাপ করেনি, সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। সে যদি আমার জন্য এভাবে এত ত্যাগ স্বীকার না করতো তাহলে আমার পক্ষে আজকের মিশা এই সওদাগর হয়ে ওঠা কোনোদিনই সম্ভব হতো। এ ব্যাপারে তার কাছে আমি অনেক ঋণী। তাই এই পুরস্কার আমি তাকেই উৎসর্গ করতে চাই।
মিশা আরও বলেন, অভিনয় ছাড়া আর কিছু শিখিনি। যতদিন বাঁচবো ততদিন শুধু অভিনয়ই করে যাবো। মহান আল্লাহ তায়ালা আমাকে সেই তৌফিক দান করুন। আমিন।
মিশা সওদাগরের স্ত্রী জোবায়দা রব্বানী মিতাও তার প্রশংসা করতে কম যান না। তিনি বলেন, কাজের প্রতি মিশার ভালোবাসা, আন্তরিকতা আর নিষ্ঠাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাছাড়া মিশা তো আর কারো একক সম্পত্তি নয়, তিনি পুরো দেশের সম্পত্তি। তাই তাকে নিজের কাছে আটকে না রেখে সবসময় পাশে থেকেছি। সর্বোপরি আপামর দর্শকদের ভালোবাসাই আজকের মিশাকে এই মর্যাদায় আসীন করেছে।
উল্লেখ্য, মিশা সওদাগর ১৯৯০ সালে ছটকু আহমেদের চেতনা ছবির মাধ্যমে নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর চরিত্র বদলে খলঅভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে দুর্ধর্ষ হয়ে ওঠেন। এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ, মিজু আহমেদের মতো অপ্রতিন্দ্বদ্বী ভিলেনকে পিছনে ফেলে ওঠে আসেন শীর্ষে। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অর্জন করেন দেশ বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননা। নেগেটিভ, পজিটিভের ভার্সাটাইল অভিনেতা হিসেবে আজ তিনি পরিক্ষীত। ৯০ সাল থেকে শুরু। আর থেমে থাকেননি। প্রায় হাজার খানেক চলচ্চিত্রে অভিনয় করে অন্য এক উচ্চতায় অবস্থান করছেন। যার তুলনা তিনি নিজেই।
আরএ