সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউডের নবার সাইফ আলী খানের ওপর হালমার ঘটনায় আতঙ্কে রয়েছে মুম্বাই শহর। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। তবে সাইফকে নিয়ে অভিনেত্রী উর্বশী রাউতেলা যে মন্তব্য করেছেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আবার অনেক নেটিজেন বেশ কটাক্ষ করেছেন তাকে।
এ ঘটনায় উর্বশী রাউতেলা বলেছেন, ‘কী উত্তর দিচ্ছি, সেটা নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে। আমার আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার ওপর সকাল ৪টার ঘটনা নিয়ে সকাল আটটার সময় আমাকে প্রশ্ন করা হয়। আমি সেইভাবে কিছুই জানতাম না।’
অভিনেত্রীর কথায়, ‘এটুকুই মনে আছে, সেদিন ঘুম থেকে ওঠার পরে শুনি, তিনি (সাইফ) আহত হয়েছেন। পুরো ঘটনার গুরুত্ব তখনও জানতাম না। তার সঙ্গে ঠিক কী ঘটেছে, আমি তখনও জেনেই উঠিনি।’
উর্বশী আরও জানান, তার ছবি ‘ডাকু মহারাজ’-কে কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বার বার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেওয়া সেই উপহার নিয়েও কথা বলেন উর্বশী।
তার কথায়, ‘মা-বাবাকে আমি খুব ভালোবাসি। তাই তাদের থেকে উপহার পেয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছিলাম। নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সে দিন কিছু বলিনি। তেমন হলে, ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।’
কে