সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মিষ্টি প্রেমের গল্পে নির্মিত নাটক ‘রসওয়ালী’ নিয়ে ভালোবাসা দিবসে হাজির হবেন শুভ খান ও গুনগুন। দুষ্টু-মিষ্টি, প্রেম-বিষাদের গল্প নিয়ে নাটকটি চিত্রায়িত হয়েছে মানিকগঞ্জের ধামরাই উপজেলার মাদারপুর ও বাস্তা গ্রামের মনোমুগ্ধকর গ্রামীণ লোকেশনে। সাদামাটা ও নিরেট জীবনের প্রেম নিয়ে নির্মিত নাটকের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শুভ খান ও ওয়ারিশা গুণগুণ।
নাটক নিয়ে শুভ খান বলেন, এত সুন্দর রোমান্টিক গল্পে আগে কখনও কাজ করা হয়নি। সত্যি কথা বলতে এই গল্পে এমন কিছু তুলে ধরা হয়েছে যা হয়তো অনেকের বাস্তব জীবনের সাথে মিলে যাবে। যে সব ঘটনা আমাদের গ্রামগুলোতে প্রায় সময়ই ঘটে থাকে তেমনই একটি ঘটনা নিয়ে এই নাটকটি নির্মিত হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
রোমান্টিক ঘরনার গল্পে অভিনয় করা নিয়ে ওয়ারিশা গুণগুণ জানান, এটা তার নতুন অভিজ্ঞতা। এমন গল্পে আগে কখনোই কাজ করা হয়নি, অসাধারণ গল্প। আর যে লোকেশনে নাটকটির শুটিং হয়েছে এক কথায় বলতে গেলে অসাধরণ। গ্রামের মন জুড়ানো সব দৃশ্য। আশা করি সবার ভালো লাগবে।
নাটক প্রসঙ্গে নির্মাতা জহুরুল ইসলাম জনি জানান, গতানুগতিক ধারার বাহিরে আমরা একটা ভালো কিছু তৈরি করার চেষ্টা করেছি। গল্পটা ‘র’! গল্পের প্রেক্ষাপটে চিন্তা করেই চেনা জায়গার বাহিরে গিয়ে চিত্র ধারনের চেষ্টা করেছি। যে গল্প দর্শক কে হাসাবে, কাঁদাবে! কতটা সফল সেটা পুরোপুরি অডিয়েন্স অপিনিয়ন। তবে যতটুকু মনে হয় আমার এই নাটকের হিরো শুভ খান ও হিরোইন গুণগুণের ডেডিকেশনের কথা মানুষ মনে রাখবে। তারা এই তীব্র শীতের রাতে প্রায় ১২/১৩ ডিগ্রি সেলসিয়াসে বৃষ্টিতে ভিজে শট দিয়েছে। যা বর্তমান ইন্ডাস্ট্রিতে বিরল। আশা রাখি এই ভ্যালেন্টাইনে দর্শক একটা সুপার কাজ পেতে যাচ্ছে।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাট্য পাড়ার পরিচিত মুখ আনোয়ার শাহী ও ইমরান হাসু, স্বর্ণা মনি, সজীব, রাকিব প্রমুখ।
আরএ