দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফের প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। ‘গলুই’ সিনেমাতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। সেই সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। যদিও এরপর এই জুটিকে আর কোনো সিনেমাতে একসঙ্গে দেখা যায়নি।
তবে সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন যেন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা যায় তাকে। সব মিলিয়ে শাকিব-পূজার প্রেমের গুঞ্জন এখন আরও বেশি চর্চিত। এরই মাঝে এবার শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পূজা চেরি।
এর আগেও ব্যক্তিজীবনে প্রেমের পর অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। যদিও বিচ্ছেদের পর তিনজনই এখন আলাদা পথে হাঁটছেন।
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা জানান, শাকিব খান এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র, আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।
রায়হান রাফীর ‘পোড়ামন ২’-তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন পূজা চেরী। এবার রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। ‘ব্ল্যাক মানি’ যেমন পূজার প্রথম সিরিজ, তেমনি রায়হান রাফীরও প্রথম ওয়েব সিরিজ।
অন্যদিকে শাকিব খান নিজের আসন্ন সিনেমা বরবাদের শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় অভিনেতার বিপরীতে আবারও একসঙ্গে জুটি বেঁধে আসছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল।
আরএ