দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইদানীং নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কাজ আর ছেলেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। ছেলেকে লেখাপড়ার জন্য বিদেশ পাঠাতে চেয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অপু।
গত বছর অপু বিশ্বাস জানিয়েছিলেন, ছেলে জয়কে বিদেশ পড়াশোনা করাবেন। তার বাবা শাকিব খানেরও তাই ইচ্ছা। কেন পাঠাবেন তার কারণ হিসেবে অপু জানিয়েছিলেন, চারপাশে নেতিবাচক খবরের ভিড়ে ছেলের মানসিক অবস্থার কথা।
সে সময় তিনি ব্যাখ্যা করেন, কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে দিন দিন। যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে। ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যতো দিন যাচ্ছে ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই।
কিন্তু বছর গড়াতেই সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন অপু। তার কারণটাও জানালেন ঢালিউড কুইন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। ফলে, এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
বাবাকে ছাড়া থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে এই নায়িকা বলেন, আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না।
খানিকটা মজার সুরেই অপু বলেন, জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। বলেছে, ‘বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও’। আমি ওদের কথা শুনে হাসি।
কে