সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মা-মেয়ের সম্পর্ক সামনে রেখে ‘সাবা’ সিনেমা নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বসেছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমাটি। আসরে হলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে মেহজাবীনকে।
গত ৫ ডিসেম্বর থেকে বসেছে উৎসবটির চতুর্থ আসর। যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১২ দিনের এই আয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ।
আয়োজনের লাল গালিচায় ইতোমধ্যে আলো ছড়িয়েছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ, অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী আমেরিকান ফিল্মমেকার ও চিত্রনাট্যকার স্পাইক লি, বলিউডের আমির খান, কারিনা কাপুরসহ অনেকেই।
এদিকে, সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের পোস্ট করা সেলফিতে চোখ আটকে যায় ভক্তদের। তাতে দেখা যায়, হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টদের। তাদের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবীন।
জানা গেছে, রোববার (৮ ডিসেম্বর) আয়োজনটির লাল গালিচায় হাঁটবেন বলিউডের রণবীর কাপুর এবং বাংলাদেশের মেহজাবীন চৌধুরী। এ দিনই তার সিনেমা প্রদর্শিত হবে এবং সিনেমা শেষে কনফারেন্স রুমে সময় দেবেন এই বাংলাদেশি তারকা। এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপন করেন ড্যানিয়েল রহমে ও হাকিম জামা এবং আয়োজনটি পরিচালনা করেন জোমানা আল-রশিদ, রেড সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আসেরি, রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও এবং শিভানি পান্ডিয়া মালহোত্রা। এবার উৎসবে ৮৫টি দেশের ৪৯ ভাষার ১২২টি সিনেমা প্রদর্শন করা হবে।
কে