সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। আর সে কারণেই ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ পালন করেছেন পরীমণি। একইসঙ্গে, রাজের সঙ্গে সম্পর্ক থেকে বের হয়ে আসায় শুকরিয়া আদায় করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে পরী লেখেন, আজ যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদ্যাপন করছি।
এরপর নিজের দুই সন্তানকে উল্লেখ করে পরীমণি লেখেন, আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁবো দেখিস।
বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে এই নায়িকা লেখেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!
এরপর বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে ও নিজেকে শুভেচ্ছা জানিয়ে পরী লেখেন, শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ পরী!
অ