সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেফাঁস কথার কারণে নানা সময়ে আলোচনায় থাকেন শবনম ফারিয়া। তাকে নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও তাতে পাত্তা দেন না এই অভিনেত্রী। এবার তিনি মুখ খুললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ার পেছনে রাজনৈতিক কারণ প্রসঙ্গে।
ফারিয়া ২০১৮ সালে ‘দেবী’ নামের একটি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। যেটিতে জয়া আহসান ছিলেন কেন্দ্রিয় চরিত্রে। এটির পরিচালক ছিলেন অনম বিশ্বাস। এতে অভিনয়ের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তাকে বাদ দেয়া হয়। সেই আক্ষেপের কথাই সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন তিনি। সেইসঙ্গে একটি বিশেষ দলের দিকে অভিযোগের আঙুল তোলেন।
ফারিয়া জানান, তিনি গেজেট প্রকাশের আগের রাতেও নিশ্চিত ছিলেন যে পুরস্কার পাচ্ছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন— কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম।
প্রকৃতির বিচারের ওপর আস্থা রাখা ফারিয়া আরও বলেন— ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি এখন থেকে শুধুমাত্র যোগ্যতা আর দক্ষতা দিয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়া হবে, চাটুকরিতার জন্য না।
বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের বিরদ্ধে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। ১৬০ জনের এই গ্রুপের নেতৃত্বে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস। ভাইরাল হওয়া এই গ্রুপে ছাত্রদের উপর হামলার ইন্ধন জোগানো স্ক্রিনশট বেরিয়ে আসলে এরকম মন্তব্য করেন শবনম ফারিয়া।
টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন ফারিয়া। এরপর ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। ‘দেবী’ ছিল তার অভিনীত প্রথম সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও এতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।
আরএস/কে