সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হলিউড-বলিউড তারকাদের অর্থ-সম্পর্দের হিসাব কম-বেশি সবার জানা। গুগলে সার্চ করলে এ সম্পর্কিত একাধিক খবর পাওয়া যাবে। কিন্তু আপনি কি জানেন—বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সম্পত্তির পরিমাণ কত? এ সম্পর্কিত ঢালাও কোনো তথ্য না থাকলেও সম্প্রতি বিষয়টি নিয়ে জোর চর্চা হচ্ছে।
সদ্য মুক্তি পেয়েছে শাকিবের ‘তুফান’ সিনেমা। অ্যাকশন আর মিমি চক্রবর্তীর সঙ্গে তার রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শক। এর মাঝেই প্রকাশ্যে আসল কিং খানের সম্পত্তির পরিমাণ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই মুহূর্তে শাকিব ২০ মিলিয়ন ডলারের মালিক। যা বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি টাকার বেশি। এ ছাড়া তার সম্পত্তির পরিমাণও বিস্তর। তবে প্রকাশিত তথ্যটির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
অভিনয় ছাড়াও বিভিন্ন ইভেন্ট-বিজ্ঞাপন থেকে আয় করেন শাকিব। নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। আছে ব্যবসাপ্রতিষ্ঠান।
সম্প্রতি চলচ্চিত্রজগতে পথচলার ২৫ বছর পার করলেন শাকিব খান। এর মধ্যে দেড় দশকেরও বেশি সময় ধরে শীর্ষ নায়ক হিসেবে ঢালিউডে রাজত্ব করছেন তিনি।
আরএস/কে