সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমান প্রজন্মের নায়ক-নায়িকাদেরও শৈশবের প্রেম তিনি। সম্প্রতি সিডনি থেকে দেশেফিরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিয়েছেন ভোট। সেদিন এফডিসি প্রাঙ্গণে বসেছিল তারার হাট। সেখানে বহুদিন পরে দেখা মিলেছে শাবনূরের।
যেখানে তাকে পেয়ে খুশিতে আত্মহারা বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীরা। বিশেষ করে চিত্রনায়িকা নায়িকা পরীমণি যেন একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাবনূরকে কাছে পেয়ে। ভোটের দিন বিকেলে শিল্পী সমিতির সামনে তারা কুশলাদি বিনিময় ও হাসি-আড্ডায় মেতে ওঠেন। সেখানে দেখা যায় নায়ক আমিন খান, নিরব ও জয় চৌধুরীকে।
পরে শাবনূরের সঙ্গে তোলা সেই আড্ডার ছবি ফেসবুকে পোস্ট করেন পরী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একজন শাবনূর। একজন সুপারস্টার। একজন শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।
প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। দুই বছরের জন্য এই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।
ডিপি/