সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সরব হলেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ ক্ষেত্রে তিনি মুখে কিছু না বলে পোশাকের মাধ্যমে শৈল্পিকভাবে প্রতিবাদ করেছেন।
সামাজিক মাধ্যমে স্যুট-প্যান্ট পরা কয়েকটি ছবি প্রকাশ করেছেন সিয়াম। স্যুটের একপাশে ফিলিস্তিনের জাতীয় পতার রঙে এক উড়ন্ত পায়রার অ্যামব্রোডারি করা নকশা লক্ষ্য করা গেছে। তার মাঝে লেখা—ফ্রি ফিলিস্তিন।
গেল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) একটি অনলাইন শপিংয়ের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের অংশ হিসেবে অতিথি ছিলেন সিয়াম। সেখানে তিনি এই পোশাক পরে যান।
বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জনগণের পক্ষে। তবুও একটি বহুজাতিক কোম্পানির লাইভ অনুষ্ঠানে এমন প্রতিবাদ খানিকটা ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
বিষয়টি নিয়ে সিয়াম বলেন, ‘আমি মানুষ। সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন খবরে যে বাচ্চাগুলোকে দেখছি, একজন মানুষ হলে আপনার সেগুলো খারাপ লাগার কথা। আমরা তো এখান থেকে তাদের জন্য কিছু করতে পারছি না। নূন্যতম মানুষ হিসেবে তাদেরও পাশে না দাঁড়াতে পারি তাহলে কী হবে?’
এ নায়ক আরও বলেন ‘প্রতিবাদ তো অনেকভাবেই হতে পারে, সমর্থন তো অনেকভাবেই দেখানো যেতে পারে। অনেক সময় মুখে অনেক কিছু বলতে হয় না। আমার কাছে মনে হলো, এটা একটা ভালো সুযোগ। কারণ, এখানে জনমত তৈরির সুযোগ রয়েছে। এ শোটা বেশ জনপ্রিয়, অনেক মানুষ দেখে। একটা প্রতিবাদের অংশ হিসেবে মানুষকে আসলে বিষয়টা সম্পর্কে জানানো যায়। এটা আমিও বুঝতে পারছিলাম, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক চেইন মেনে চলতে হয়, অনেক আইন-কানুন মানতে হয়─ যার কারণে তারা আমাকে মানা করতেই পারে। অংশ নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার পরিকল্পনা ছিল, তারা যদি আমার বক্তব্য তুলে ধরতে মানা করে অথবা না করে কোনোভাবে তাহলে অনুষ্ঠান থেকে ওয়াকআউট করে চলে আসব। তবে আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা কোনো ধরণের নেগেটিভ কোনকিছু বলেনি। তারা উল্টো প্রশংসা করেছেন।’
এদিকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসে ফান্ড গঠনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন সিয়াম। এটা নিয়ে তিনি বলেন, ‘আমার একার পক্ষে তো আসলে সম্ভব নয়। তবে সবাই মিলে করলে হয়ত সম্ভব। আমরা ক্ষুদ্র একটা অংশ হতে চাই। চেষ্টা করছি সঠিক ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়ার। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছি। এটি বিশাল কাজ। এখানে সহি, ভুল অনেক কিছু থাকে। সঠিক মানুষের কাছে পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। তা না হলে এর জন্য আমরা দায়বদ্ধ থাকব।’
প্রসঙ্গত, সিয়ামের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। এতে সিয়াম অভিনয় করেন প্রোগ্রামার লুমিনের চরিত্রে।
আর