সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফিলিস্তিনের গাজা সীমান্ত সংলগ্ন ২২টি এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লড়াই চলছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল সরকার দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে।
এমন পরিস্থিতিতেই ইসরালেলে আটকা পড়েছেন গিয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা এবং তার টিম। এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমকে নুসরাতের টিমের এক সদস্য জানিয়েছেন, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নুসরাত সেখানে গিয়েছিলেন। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তার সঙ্গে শেষবার কথা বলা সম্ভব হয়েছিল। তারপর থেকেই আর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সেই সময় নুসরাত জানিয়েছিলেন, তিনি কোনো বেসমেন্টে রয়েছেন। আর সুরক্ষিত রয়েছেন।
জানা গেছে, নুসরাতকে সুরক্ষিতভাবে ভারতে ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলেই তার টিমের ওই সদস্য।
আরএসও