সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো দুজনেই তারকা। ছোদ পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন দুজন। পেশাদার জীবনের বাইরে তারা বেশ ভালো বন্ধু বলেই জানেন ভক্ত-দর্শকরা।
তবে তাদের মধ্যেও যে ‘অদৃশ্য প্রতিযোগিতা’ আছে, সেটা শোবিজের অন্দরমহলে মাঝেমধ্যে শোনা যায়।
অপূর্ব ও নিশোর চেহারার মধ্যেও কিছুটা সাদৃশ্য আছে। এ কারণে কে বেশি বিড়ম্বনায় পড়েছেন? কলকাতার গণমাধ্যম আনন্দবাজার থেকে এমন একটি প্রশ্ন করা হয় অপূর্বকে। জবাবে তিনি বলেন, বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকতো। ওকে বেশ ভুগতে হয়েছে এটার জন্য। থ্যাঙ্ক গড যে, ও নিশো হয়ে উঠতে পেরেছে।
অপূর্ব আরও জানান, নিশোকে নাটকের ভুবনে তিনিই নিয়ে এসেছিলেন। তার ভাষ্য, আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকেই আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই গাজী রাকায়েত ভাইকে বলেছিলাম, ওকে (নিশো) নাটকে নেওয়ার জন্য।
নাটক ইন্ডাস্ট্রিতে নিশোর অনেক আগেই তারকা হয়েছেন অপূর্ব। তবে গত অর্ধ দশকের পরিসংখ্যানা তাকালে নিশোর দাপটের বিষয়টি স্পষ্ট বোঝা যায়। গুঞ্জন রয়েছে, জনপ্রিয়তার এই লড়াইয়ের কারণেই বন্ধুত্বের আড়ালে তাদের মধ্যে নির্বাক প্রতিযোগিতা আছে।
জেডএ