সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। কণ্ঠে আলাদা মাধুর্য থাকার কারণে জনপ্রিয়তা পেতে সময় লাগেনি। দূর থেকে শুনলেও বোঝা যায় যে, গানটি তিনি গাইছেন।
তবে এবার দেশে গান গাওয়ার পরিবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ন্যানসি। জানান, বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না তিনি।
আগামী রোববার (৮ অক্টোবর) নিউইয়র্কের জ্যামাইকার কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমিতে একক সংগীতানুষ্ঠানে গাইবেন ন্যানসি। এর আগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন কি না— প্রশ্নের উত্তরে ন্যানসি বলেন, ‘নানা প্রতিবন্ধকতার কারণে আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আমার মতো অনেক শিল্পীর একই অবস্থা।’
শোনা যায়, ন্যানসি বিএনপির সমর্থক। এ সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই।’
সংগীতানুষ্ঠানটির আয়োজক শো টাইম মিউজিক। বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আরএসও