সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কয়েক বছর হলো বলিউডে পা রেখেছেন জাহ্নবী কাপুর। স্টার-কিড হওয়ার পরও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
ছোট থেকেই জাহ্নবীর পরিবারে তারকার মেলা। তার বাবা বনি কাপুর প্রযোজক, আর মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। সুতরাং ধরেই নেওয়া যায়, তার ছোটবেলা দারুণ কেটেছে।
জাহ্নবীর দাবি, একেবারেই নয়। বরং নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পার হতে হয়েছে তাকে। স্কুলের সহপাঠিরা একঘরে করে রেখেছিলেন দীর্ঘ সময়।
তিনি জানিয়েছে, স্কুলের ল্যাবে কম্পিউটার খুলে ফটোগ্রাফারের তোলা ছবি দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন তিনি। তার মোটা ভ্রূ, নো মেকআপ লুক দেখে মজা করতেও ছাড়েননি সহপাঠিরা।
এখানেই শেষ না, জাহ্নবী এ-ও জানিয়েছেন, একবার পর্নো সাইটে নিজের বিকৃত ছবিও দেখতে পেয়েছিলেন তিনি। তা যে বিকৃত অনেকেই তা বুঝতে চাননি। তার কথায়, ‘তারা আমায় অপছন্দ করতে শুরু করে। আমি ওয়াক্স না করানোয় আমাকে নিয়ে মজা করতে শুরু করে। নিজেকে নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করে।’
২০১৮ সালে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এরপর একের পর এক ছবিতে দেখা গেছে তাকে। বর্তমানে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। হাতে বেশ কিছু কাজ রয়েছে। এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত তিনি।
আরএসও