সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্তমান প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী সোহান আলী। নিজে লেখার পাশাপাশি সুর-সংগীতায়োজন করেন। তার কণ্ঠে-সুরে ইতোমধ্যে একাধিক গান শ্রোতাদের মুগ্ধ করেছে। মৌলিক গানের পাশাপাশি উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার গীত নিয়েও কাজ করছেন তিনি।
সেই প্রয়াসের অংশ হিসেবে নতুন গীত প্রকাশ করলেন সম্প্রতি। যেটার শিরোনাম ‘তেঁতুল’। এর সঙ্গে একটি মৌলিক অংশ যুক্ত করেছেন সোহান। যেটার লেখা-সুর তার নিজেরই। তবে কণ্ঠ দিয়েছেন ইসমাইল হোসেন নামের এক তরুণ।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে উন্মুক্ত করেছেন সোহান। তিনি জানান, ‘তেঁতুল’ গীতটির কথা সরল; কিন্তু এর মর্মার্থ অনেক গভীর।
সোহানের ভাষ্য, ‘এখানে ফেরিওয়ালা বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। তার সঙ্গে মানুষ বা সৃষ্টির একটা কথোপকথন। এই মর্মার্থ অনুযায়ী আমি মৌলিক অংশটি বানিয়েছি। আর ইসমাইল হোসেনের গায়কী দারুণ। তাকে দিয়ে আরেকটু ভিন্নতা আনার চেষ্টা করলাম।’
আঞ্চলিক গীত নিয়ে ধারাবাহিক কাজের প্রসঙ্গে সোহান বলেন, ‘‘আমি উত্তরবঙ্গের সন্তান। এ অঞ্চলের ঐতিহ্যবাহী অনেক গীত আছে। কিন্তু সেগুলো কখনও সেভাবে মেইনস্ট্রিম মিডিয়ায় উঠে আসেনি। তাই নিজের মৌলিক কাজের পাশাপাশি প্রায় হারিয়ে যাওয়া গীতগুলো প্রজন্মের সামনে আনতে চাই। সেটার দ্বিতীয় প্রয়াস ‘তেঁতুল’। এটি রাজবংশী গীত বলে জানতে পেরেছি। তবে এর রচয়িতার সঠিক পরিচয় খুঁজে পাইনি।’’
এর আগে গত বছর ‘জলপাই’ শিরোনামে একটি আঞ্চলিক গীত প্রকাশ করেছেন সোহান। সেটি অন্তর্জালে সাড়া পেয়েছিল বেশ। এ ছাড়া তার ‘চল দোতং পাহাড়’ গানটি অনেকটা ভ্রমণপিপাসুদের ‘থিম সং’-এ পরিণত হয়েছে।
আরএসও