সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সালটা ছিল ২০১২। ‘জান্নাত-টু’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন এষা গুপ্তা। ছবিতে তার নায়ক ছিলেন ইমরান হাশমি। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি এটি। তবে অবশ্য বলিউডে বেশকিছু ছবিতে কাজ করেছেন তিনি।
বলিউডে এষা কাজ পেলেও তার যাত্রা মসৃণ ছিল না। কাস্টিং কাউচের মুখে পড়তে হয়েছিল তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে এষা জানান, তিনি তার ক্যারিয়ারে প্রায় দুইবার কাস্টিং কাউচের মুখে পড়েছেন। এর মধ্যে একটি ছবির সহ-প্রযোজক তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন।
এষা বলেন, ‘একবার ওই সহ-প্রযোজক অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর বলেন, যদি আমি তাকে কোনো সুবিধা না দিতে পারি, তাহলে আমায় নিয়ে কী লাভ! এরপর আমি আর ওই ছবি করিনি।’ এই ঘটনার পর নাকি অনেক কাজ খোয়াতে হয়েছে বলে দাবি করেন এষা গুপ্তা। তার কথায়, ‘দুজন লোক ছিলেন, যারা আমায় সমস্যায় ফেলতে চাইছিলেন। আমি বিপদ বুঝতে পেরে ফন্দি আঁটি। জানিয়ে দিই, আমি একা ঘুমব না, মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে থাকবেন। ওনাকে আমি ডেকেছি। এভাবেই সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’
এষার দাবি, তিনি কোনো ফিল্মি পরিবার থেকে বা বিখ্যাত পরিবার থেকে বলিউডে আসেননি বলেই বহুবার তাকে ইন্ডাস্ট্রিতে সমস্যায় পড়তে হয়েছে। কাজ পেতেও সমস্যা হয়েছে।
আরএসও