সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জীবন বাতি নিভে গেল ‘হ্যারি পটার’-এর জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’ খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভ্যারাইটি জানিয়েছে, জীবনের পড়ন্ত বেলায় এসে নিউমোনিয়া কেড়ে নিল তার প্রাণ। এই আইরিশ ব্রিটিশ অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। তাই থিয়েটার, টেলিভিশন কিংবা সিনেমা— সব জায়গাতেই দেখিয়েছেন তার নজরকাড়া কারিশমা।
শেক্সপিয়রের নাটক থেকে শুরু করে জেকে রাউলিংয়ের চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন এই পোড় খাওয়া অভিনেতা। ইংল্যান্ডের দুই রাজার চরিত্রেও দেখা গেছিল তার জলবা। ‘দ্য লস্ট প্রিন্স’ ছবিতে রাজা সপ্তম এডওয়ার্ড, ‘দ্য কিংস স্পিচ’-এ রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন মাইকেল গ্যামবন।
এ ছাড়াও অভিনেতাকে দেখা গেছিল ব্রিটেনের কিংবদন্তি প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের চরিত্রেও। তবে মাইকেল যে ঠিক কতটা প্রতিভাবান এবং বহুমুখী প্রতিভার অধিকারী সেটা বোঝা গেছিল ‘লেয়ার কেক’, ‘দ্য ইনসাইডার’-এর মতো ছবিতে খলনায়ক চরিত্রে। অভিনয়ে অবদানের জন্য ১৯৯৯ সালে তাকে নাইটহুড সম্মানে সম্মানিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন মাইকেল। বহুল জনপ্রিয় এই সিরিজে হগওয়ার্টসের হেডমাস্টার ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করেছিলেন রিচার্ড হ্যারিস। তিনি প্রয়াত হলে তার জায়গায় আসেন মাইকেল। এবং গোটা ফ্র্যাঞ্চাইজিতে শেষ পর্যন্ত তাকেই দেখেছেন দর্শক। তবে শেষ জীবনে এসে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জাদুর দুনিয়ার প্রধান শিক্ষক।
আরএসও