সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীরী উত্তাপ ছড়ানো স্থিরচিত্র পোস্ট করে তোপের মুখে টালিউড অভিনেত্রী পায়েল সরকার। অর্ন্তবাসের খোলামেলা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ পেতেই হুমড়ি খেয়ে পড়লেন নেটিজেনরা।
সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতের সোনালি বালিতে বিকিনিতে শুয়ে রয়েছেন পায়েল। অভিনেত্রীর ভেজা চুল, দুই চোখে গভীর চাহনি ভক্তদের হৃদয়েও ঝড় তুলেছে। হলুদ রঙের বিকিনি পরিহিত সেই ছবি পোস্ট করে পায়েল লিখেছেন, ‘সানডে থ্রোব্যাক।’
প্রেম আমার খ্যাত অভিনেত্রীর খোলামেলা এই ছবিতে অনেকেই মুগ্ধ হয়েছেন। আবার অনেকে ‘আপত্তিকর’ মন্তব্যও করেছেন। কেউ লিখেছেন, ‘আমার ক্রাশ’, কারও মন্তব্য ‘খুব হট’। তবে নেটিজেনদের অধিকাংশ মন্তব্যই ছিল প্রকাশ করার অযোগ্য।
কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন পায়েল। সেই ভিডিও নিয়েও শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা। একদলের দাবি ছিল, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী। যদি এই নায়িকা সেসবের জবাবে কিছুই বলেননি।
পশ্চিমবঙ্গের অভিনেত্রীরদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলি থেকে শুরু করে কোয়েল মল্লিক– অতীতে সবাইকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। যদিও তারা এক বাক্যে বলেছেন, এসব সমালোচকদের পাত্তা দিতে চান না। বাঁচতে চান নিজের শর্তে।
পায়েল অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘কাটায় কাটায়’। চলতি বছরে জি-ফাইভে মুক্তি পায় এটি। সেখানে আরও যাদের দেখা যাবে তারা হলেন— সোহম চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি প্রমুখ। এটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি।
এম