সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলতি মাসে শফিউল আলম বাবু অভিনীত সিনেমা 'অন্তর্জাল' মুক্তি পেয়েছে এবং 'দুঃসাহসী খোকা' মুক্তি পেতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসে বাবু অভিনীত দুটি ছবিতে তাকে দেখা যাবে ভিন্ন ভিন্ন দুটি লুকে। দীপঙ্কর দীপন এর পরিচালনায় অন্তর্জাল সিনেমায় অন্তর্জালের সিইওতে মুখ ভর্তি গোঁফ দাঁড়ির একজন রাসভারী বিজ্ঞানীর ভূমিকায়। আর মুশফিকুর রহমান গুলজার নির্মিত দুঃসাহসী খোকা সিনেমায় গোঁফ দাঁড়ি বিহীন একজন অতি উচ্চাভিলাসী নেতার ভূমিকায়।
বরাবরই বাবুকে সব সময় গোঁফসহ দেখে দর্শকরা অভ্যস্ত। তাকেই এবার গোপবিহীনভাবে কেমন দেখা যাবে তা নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন বা উৎকণ্ঠা দেখা দিয়েছে।
অন্তর্জাল সিনেমাটি ইতিমধ্যেই বাংলাদেশ, আমেরিকা কানাডাসহ বিশ্বের ১৮৪ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই বেশ সাড়া ফেলেছে। গল্প, নির্মাণ, লোকেশন, চরিত্র বাছাই এবং সর্বোপরি প্রত্যেকের অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। এই ছবিতে অন্তর্জাল-এর সিইও এর চরিত্রে বাবু'র অনবদ্য অভিনয় ও লুক প্রশংসা কুড়িয়েছে দর্শক ও শুভানুধ্যায়ীদের।
অন্যদিকে ২৯ সেপ্টেম্বর মুক্তি মুক্তি পেতে যাচ্ছে মুশফিকুর রহমান গুলজার নির্মিত সিনেমা 'দুঃসাহসী খোকা'। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব কৈশরকালের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে সরকারি অনুদানে নির্মিত 'দুঃসাহসী খোকা’ চলচ্চিত্রটিতে বাবু একেবারে স্বভাবসুলভ গেট আপ এর বাইরে একেবারে ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। বাবু জানান, এই কাজটি করবার জন্য তাকে বেশ কিছু কাজ ছাড়তে হয়েছে। কারণ তখন তিনি ৩টি মেগা সিরিয়ালে অভিনয় করছিলেন। বেশ কয়েকটি বিজ্ঞাপনও বাদ দিতে হয়েছে তাকে। তাই দর্শকরা যেমন অপেক্ষায় আছেন, তেমনি বাবু নিজেও অপেক্ষায় আছেন আসলে কতটা সাবলীল হয়েছে তার কাজটুকু এবং সিনেমাটি।
এম