সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটকের মান নিয়ে সমালোচনা কম হয় না। ভিউয়ের নামে যাচ্ছেতাই বানানোর অভিযোগ নির্মাতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিনয়শিল্পীদেরও রুচিবোধ নিয়ে প্রশ্ন তোলেন দর্শক। সেই তালিকা আছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে যাওয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে এর দায়ভার নিতে নারাজ তিনি। জানালেন, পরিচালকরা তাদের মতো অভিনয়শিল্পীদের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করছেন।
নাটকের নিম্নমান প্রসঙ্গে শামীম বলেন, “আমি এক নামে নাটকের শুটিং করছি। পরে দেখছি, ব্যবসায়ের স্বার্থে নাটকের নাম পরিবর্তন হচ্ছে। সেটা কখন প্রচার করা হচ্ছে, আমি জানিও না। কিছুই জানি না। হঠাৎ দেখলাম নাটকের নাম ‘দুই বিয়াইনের যুদ্ধ’। এমন একটা নাম... এটা কি ঠিক? ভিউয়ের জন্য এত নিচে নামলে হবে না। আমরা শিল্পীরা ভিউয়ের জন্য এত নিচে নামছি না, আমাদের নামানো হচ্ছে। আমার ক্ষমতা থাকলে পরিবর্তন করে দিতাম। এই ক্ষমতা অনেক শিল্পীর কাছে নেই। দর্শকের জানা উচিত, আমার রুচিতেও এই নাটকগুলো যায় না।”
উপায় না পেয়ে বাধ্য এসব নাটকে অভিনয় করেন বলে জানিয়েছেন এ অভিনেতা। শামীমের কথায়, ‘বাধ্য হয়ে শুধু আমি নই, সবাই একই কাজ করছে। সব কাজই তো একই রকমের। বরিশাল-নোয়াখালীর ভাষা বলে মন জয় করলেই হবে না; অভিনয় দিয়েও মন জয় করতে হবে। সেই ক্ষুধা তো আছে। এখন প্যাশনটা মরে গেলেও কারও কোনো কিছু যায়-আসে না। এখন আমার চিন্তা টাকা। নিজের আর্নিং ঠিক রাখা। সাধারণ একটা মানুষের চেয়ে আমার খরচ বেশি। কারণ, আমি টিভি অভিনেতা। আমার গাড়ির তেল, কফি, শার্টে খরচ বেশি। গেঞ্জি, শার্ট কিনতে হবে তো আমাকে আয় করতে হবে না? আমাকে একটু আলাদা থাকতে হবে। রাগ করে বসে থাকলে কেউ টাকা দেবে না। ওটিটি আমাকে ডাকবে না।’
এ ধরনের নাটকে অভিনয় করতে চান না বলে জানিয়েছেন শামীম। এসবে অভিনয় করার জন্য মিডিয়াতে আসেননি বলেও জানান তিনি।
আরএসও