সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথম বিয়ের তিক্ততা ভুলে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। দেশের একটি গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন স্বাগতা। দেশে ফিরেই চলতি বছরের শেষ দিকে বিয়ে করবেন তিনি। তবে পাত্র প্রবাসী নাকি দেশের কেউ— সে বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি।
বিয়ে প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’
তবে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, স্বাগতার হবু স্বামীর নাম হাসান আজাদ। তারা দুজন একসঙ্গে গান করছেন। এরই মধ্যে তাদের কয়েকটি গান প্রকাশিত হয়েছে।
এর আগে, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। সাত বছরের প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছরখানেক পর খবরটি প্রকাশ্যে আসে।
আরএসও