সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিয়ের আগেই অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর দিয়ে চমকে দেন ঋতাভরী চক্রবর্তী। নিজেই সামাজিক মাধ্যমে তথ্যটি জানিয়ে তিনি লিখেছিলেন— আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।
এরপর থেকে শুরু হয় জল্পনা। কৌতুহল শুরু হয় অনুরাগীদের। কবে-কখন বিয়ে করলেন ঋতাভরী? নাকি বিয়ের আগেই মা হচ্ছেন তিনি? তাহলে অনাগত সন্তানের বাবা কে? এ রকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাদের মনে।
অবশেষে সেসব প্রশ্নের উত্তর মিলেছে। আসলে, অন্তঃস্বত্ত্বা হওয়ার খবরটি মিথ্যা। একটি নিজের অভিনীত একটি ছবির প্রচারণায় এমন কৌশল অবলম্বন করেছেন ঋতাভরী।
ওয়েব সিরিজটির নাম ‘নন্দিনী’। এতে অন্তঃস্বত্ত্বা মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। নিজের চরিত্র প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘চিত্রনাট্য পড়েই চমকে গিয়েছিলাম। থ্রিলার নাকি ভূতের গল্প— সেটাই আমাকে ভাবিয়েছিল। কারণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সে কী করে তার মাকে ফোন করে!’
এই প্রথম ওয়েব সিরিজ়ে অভিনয় করলেন ঋতাভরী। কতটা আশাবাদী তিনি— উত্তরে অভিনেত্রী বলেন, “আমি খুবই উত্তেজিত এবং ‘নন্দিনী’র মতো একটা সিরিজের মাধ্যমে যে আমার ওটিটি যাত্রা শুরু হচ্ছে সেটা ভেবে আরও ভালো লাগছে।’
একই সঙ্গে জানালেন, অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয় করাটাও তার কাছে বেশ কঠিন ছিল। কারণ প্রতিটি পর্বের সঙ্গে একজন মায়ের গর্ভাবস্থার বিভিন্ন দিকগুলো তাকে ফুটিয়ে তুলতে হয়েছে।
সিরিজের গল্পে দেখা যাবে, স্নিগ্ধা মা হতে চলেছে। খুশির খবরে পরিবারে আনন্দের পরিবেশ। কিন্তু চিকিৎসক জানায়, তার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। ফলে গর্ভপাত ছাড়া অন্য কোনো পথ নেই। এ দিকে গভীর রাতে এক রহস্যময় কণ্ঠস্বর স্নিগ্ধাকে জানায়, তার সন্তান বেঁচে আছে। স্মিগ্ধা জানতে পারে ফোনের ওপাশের কণ্ঠস্বরটি আসলে তারই সন্তানের! আরও ঘনীভূত হয় রহস্য।
ফলক মীর পরিচালিত এই সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য। সিরিজটি আগামী ১৫ অক্টোবর আড্ডাটাইমসসে উন্মুক্ত হবে।
আরএসও