সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর হাতিরঝিল থানায় অপু বিশ্বাসের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। তার অভিযোগ, দেশের জনপ্রিয় এ নায়িকা তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন।
জানা গেছে, গেল ১৮ সেপ্টেম্বর অপু বিশ্বাস ও তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহিদুল ইসলামের নামে সাধারণ ডায়েরি করেন সিমি ইসলাম কলি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন।
এদিকে এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আবেদনকারী তো আমার যোগ্যই নয়। তার সম্পর্কে কী বলব? আমার অ্যাডমিনের যোগ্যতার কাতারে সে। তাই আমার অ্যাডমিনই বিষয়টি দেখছেন। আমার চ্যানেলের কনটেন্ট চুরি করে তিনিই আবার আমাদের বিরুদ্ধে জিডি করেন। এটি হাস্যকর। তার চ্যানেল তো সাসপেন্ড করেছে ইউটিউব কর্তৃপক্ষ। এখানে আমাদের কী?’
অপু বিশ্বাস আরও বলেন, ‘শুনেছি, আমাকে হেয় করে কথা বলেন তিনি। ওনার কী যোগ্যতা আছে আমাকে নিয়ে কথা বলার? কোথায় আগরতলা, কোথায় চৌকির তলা! এসব মানুষের জন্যই তো আমাদের চলচ্চিত্রের এই দুর্দশা। এদের কারণেই প্রতারণার শিকার হয়ে সিনেমায় নতুন প্রযোজকেরা বেশি দিন টিকতে পারেন না এখানে। আমাকে বলা হয়, আমি নাকি ফিতা কাটা নায়িকা। আরে যোগ্যদেরই তো এ ধরনের অনুষ্ঠানে ডাকা হয়। তারকা ভ্যালুর কারণেই আমাদের মতো তারকাদের দিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হয়। দেখেন না, ক্রিকেটের বড় বড় তারকাকেও নতুন প্রতিষ্ঠানে উদ্বোধন, ফিতা কাটতে ডাকা হয়।’
এদিকে সাধারণ ডায়েরিতে সিমি উল্লেখ করেছেন, গত ২০১৬ সালের জুনে হাইএসকে ফিল্মস ইন্টারন্যাশনাল থেকে ‘এসকে ফিল্ম সেন্ট ৭৭২২’ ওপেন করা হয়। বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম গত ২৯ আগস্ট আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। এরপর ৩১ আগস্ট সকাল আটটার দিকে দুই নম্বর বিবাদী এক নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবেন বলে জানান। পরে দুই নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা না দিলে আমার ইউটিউব চ্যানেল ফেরত দেবে না বলে ভয়-ভীতি ও হুমকি দেন।
আরএসও