সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খবর ছড়িয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত রুক্মিনী মৈত্র। এতেই চিন্তিত তার অনুরাগীরা। জানা গেছে, তিনি এতটাই অসুস্থ হয়েছিলেন যে বাড়ি থেকে বের হতেই পারছিলেন না। তবে এই খবরকে একেবারেই ভ্রান্ত বলে উড়িয়ে দিলেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা।
ইনস্টাগ্রামে রুক্মিণী মৈত্র লিখলেন, ‘সবাইকে জানাচ্ছি আমি ডেঙ্গুতে আক্রান্ত হইনি। তবে খুব জ্বর হয়েছিল। এখন আমি সুস্থতার পথে। আগের থেকে অনেকটা ঠিক আছি। সবাইকে অনেক ধন্যবাদ আমায় নিয়ে এত চিন্তা করার জন্য।’
একের পর এক চমক দিচ্ছেন রুক্মিণী মৈত্র। এমনিতে গোটা টলিপাড়া তাকে দেবের বান্ধবী হিসেবে চিনলেও অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন যে, তিনি লম্বা রেসের ঘোড়া। আর তারই যেন উদাহরণ দিচ্ছেন বারবার নতুন নতুন চ্যালেঞ্জ হাতে নিয়ে। এই যেমন, পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে প্রথমে ‘নটী বিনোদিনী’র মতো ঐতিহাসিক চরিত্র, অন্যদিকে পরিচালক বিরশা দাশগুপ্তর ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে ‘সত্যবতী’ চরিত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
‘নটী বিনোদিনী’র পর ফের রুক্মিণীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এবার তার ছবি মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দ্রৌপদীকে নিয়ে।
আরএসও