সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হিন্দি চলচ্চিত্রের ইতিহাসের এক অন্যতম কাল্ট ক্লাসিক ছবি হলো ‘থ্রি ইডিয়টস’। এই ছবির উল্লেখযোগ্য দিক হলো— এর কেন্দ্রীয় চরিত্র ছাড়াও সার্কিট, চতুর থেকে শুরু করে লাইব্রেরিয়ান দুবে চরিত্রগুলো বেশ গুরুদ্বপূর্ণ।
তবে সদ্যই এই গ্রন্থাকার দুবে ওরফে অখিল মিশ্র পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ইন্ডিয়া টাইমস জানিয়েছে, মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুর সময় নাকি অখিল রান্নাঘরে কাজ করছিলেন। দুর্ভাগ্যবশত পা পিছলে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয়। যদিও এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ পরিস্কার নয়। প্রয়াত অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, মৃত্যুর সময় তার স্ত্রী পাশে ছিলেন না। স্বামীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই বাড়িতে ফিরে আসেন তিনি।
অখিল মিশ্র বিয়ে করেছিলেন এক জার্মান অভিনেত্রীকে। তার নাম সুজান বার্নার্টক। স্বামীর এমন অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি।
অখিল মিশ্রের কাজের কথা বললে তালিকায় রয়েছে, ‘ডন’, ‘ওয়েল ডন আব্বা’, ‘হাজারোঁ খোয়াইশিন’র মতো জনপ্রিয় সব ছবি। যদিও তিনি মিডিয়া লাইমলাইটে এসেছিলেন ‘থ্রি ইডিয়টস’র হাত ধরে। ছবিতে তার চরিত্রটি ছোট হলেও বেশ উল্লেখযোগ্য ছিল।
আরএসও