সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সময়টা ভালো যাচ্ছে আল্লু অর্জুনের। এই তো কয়েকদিন আগে ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
এবার তার সাফল্যের মুকুটে আরও এক নতুন পালক যুক্ত হতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে স্থাপন করা হবে মোমের মূর্তি।
যদিও এর আগে কয়েকজন বলিউড তারকার মূর্তি রাখা হয়েছে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বর্য রাই বচ্চন, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কইফের মূর্তি রয়েছে সেখানে।
দক্ষিণি ছবির অভিনেতাদের মধ্যে তিনি তৃতীয় জন, যার মূর্তি তৈরি হচ্ছে। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি রাখা হয়েছে এই মিউজিয়ামে।
শিশুশিল্পী হিসেবে তেলুগু সিনেমার জগতে ক্যারিয়ার শুরু করেন আল্লু অর্জুন। ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। অল্প সময়ের মধ্যেই দাক্ষিণাত্যের ‘স্টাইলিং স্টার’ হয়ে ওঠেন। তবে সারা দেশে আল্লুর খ্যাতি ছড়ায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে।
আরএসও