সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ইউটিউবের কল্যাণে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। অহনার নাটক মানেই হিট।
দর্শকের মাঝে নিজের শক্ত অবস্থান করেছেন এই সুন্দরী। এছাড়া মানুষ হিসেবেও তার সুনাম রয়েছে। আরও একবার প্রশংসায় ভাসলেন অহনা।
নিজের ভক্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন স্ট্যাটাস। মূলত একজন রিকশাচালক ভক্তের ইচ্ছেপূরণ করে নেটিজিনদের হৃদয় জয় করলেন অহনা।
নিজের ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, দিনটা ছিলো শুক্রবার এই ভাইটা আমাকে বললো আপু আমি আপনার একজন ভক্ত প্লিজ আমার রিকশাতে একটু উঠেন আপনি উঠলে আমার ভালো লাগবে। আমি বললাম ভাই একটু সময় লাগবে কারণ আমার একটু কাজ আছে…উনি বললেন আচ্ছা আমি অপেক্ষা করতেছি আপনি আসেন…ওমা এসে দেখি উনি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করছে…এইটাইতো ভালোবাসা এইটাইতো অর্জন..এরপর বললো আপু একটা ছবি তুলে আপনি প্লিজ আপলোড দিয়েন..আমি বললাম আচ্ছা।
এম