সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে মিরপুর রোডসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেই।
সোমবার (৭ আগস্ট) দুপুরের দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় ধানমন্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
শিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তারা বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) নব কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে অবস্থান নেওয়ায় আধঘণ্টা ধরে তীব্র যানজটের তৈরি হয়েছে।
আরএ