সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) রাতে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন তারা।
বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈঠকে জানানো হয় জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে যে দুটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে তাতে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সরকারি–বেসরকারি বৈষম্য দূর করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, তবে আর্থিক বিষয়টি নির্ধারণ করার পর প্রধানমন্ত্রী এ নিয়ে সিদ্ধান্ত দেবেন। এ অবস্থায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এখন তারা ক্লাসে ফিরে যাবেন।
প্রসঙ্গত, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২১ দিন অবস্থান কর্মসূচি পালন শেষে মঙ্গলবার কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছিলেন আন্দোলনকারী শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে গত ১১ জুলাই শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল।
এইউ