সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করবেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা।
সেখানে বলা হয়, সাত কর্মদিবসের মধ্যে কমিটির গঠন করে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে- তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় কি না। ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এ ছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে। বিষয়টি নিশ্চিত করেন তিতুমীর ঐক্য পরিষদের উপদেষ্টা মতিউর রহমান জয়। তিনি বলেন, যাচাই-বাছাই চলাকালীন আন্দোলন স্থগিত থাকবে।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী সাবিত সাব্বির বলেন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আপাতত আন্দোলন স্থগিত থাকবে। উল্লেখ্য, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
অ