সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি মদ বিক্রির সব রেকর্ড ভেঙেছে। প্রতিষ্ঠানটি ২০২২-২৩ অর্থবছরে ৪৩৮ কোটি ৯১ লাখ টাকার মদ বিক্রি করেছে। এটি কেরুর ইতিহাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। মদ বিক্রি করে এক বছরে কেরুর লাভ হয়েছে ১৫২ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে ৫৭ লাখ ৭৩ হাজার প্রুফ লিটার মদ বিক্রি হয়েছে। এটি গত বছরের চেয়ে প্রায় সাড়ে তিন লাখ প্রুফ লিটার বেশি। এ বছর ডিস্টিলারি বিভাগ থেকে ৫৯ লাখ ৬৭ হাজার লিটার মদ উৎপাদন হয়েছে। এরমধ্য ১৬ লাখ ৪২ হাজার ৬১৯ লিটার বিলেতি মদ ও ৩২ লাখ ৮০ হাজার ২২০ লিটার বাংলা মদ উৎপাদন হয়।
কেরুর এমডি বলেন, মদ বিক্রি করে আয় হয়েছে ৪৩৯ কোটি টাকা। রাজস্ব জমা দেওয়ার পর মদ বিক্রি থেকে নিট আয় দাঁড়ায় ১৫২ কোটি টাকা। চিনিকল ছাড়া কেরু অ্যান্ড কোম্পানির সব ইউনিট এবার লাভের মুখ দেখেছে। ২০২১-২২ অর্থবছরে হঠাৎ চাহিদা বাড়ায় সে বছর ১০ লাখ প্রুফ লিটারের বেশি মদ বিক্রি করেছে আমাদের কোম্পানি।
প্রসঙ্গত, কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ইউনিট ৯টি ব্র্যান্ডের মদ তৈরি করে। এগুলো হলো ইয়েলো লেভেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাসাও, জারিনা ভদকা, রোজা রাম ও ওল্ড রাম।