সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলতি বছরে ভারতে কার্ডে অর্থ পরিশোধের ডিজিটাল বাজারে উল্লেখযোগ্য অগ্রগতির আভাস রয়েছে। এবার কার্ড পেমেন্ট ১১ দশমিক ৩ শতাংশ বেড়ে ২৮ দশমিক ৩ ট্রিলিয়ন রুপির লেনদেন হতে পারে বলে ডেটা অ্যানালিটিক্স কোম্পানি গ্লোবালডেটা পূর্বাভাস দিয়েছে।
এএনআই জানিয়েছে, কার্ড পেমেন্টের বাজার বৃদ্ধি মূলত ভোক্তাদের নগদ অর্থহীন লেনদেনে পছন্দ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ইলেক্ট্রনিক মাধ্যমে অর্থ পরিশোধের সরকারি উদ্যোগের ফল।
গ্লোবালডেটার পেমেন্ট কার্ড অ্যানালিটিক্সে ভারতে কার্ড পেমেন্টের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখানো হয়েছে। ২০২২ সালে ভোক্তাদের ব্যয় বৃদ্ধির কারণে কার্ডে অর্থ পরিশোধের পরিমাণ ২৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর ধারা ২০২৩ সালে চলমান ছিল। গত বছর কার্ডে পেমেন্ট ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে মোট ২৫ দশমিক ৫ ট্রিলিয়ন রুপির লেনদেন হয়।
এর জন্য নগদ অর্থ ব্যবহার হ্রাস এবং ইলেকট্রনিক অর্থপ্রদানে ভোক্তাদের আস্থা বৃদ্ধির ভূমিকার উপর জোর দিয়েছেন গ্লোবালডেটার ব্যাংকিং ও পেমেন্ট বিশ্লেষক রবি শর্মা। তিনি বলেন, “নগদ অর্থ ব্যবহার কমে যাওয়ায় ভারতের কার্ড পেমেন্টের বাজার বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনিক পেমেন্টে ভোক্তাদের আস্থা বৃদ্ধির পাশাপাশি সরকারের উদ্যোগ দেশে কার্ড পেমেন্ট বৃদ্ধির পথ প্রশস্ত করেছে”
তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ইলেকট্রনিক অর্থপ্রদানকে উন্নীত করার জন্য সরকারের চেষ্টা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর জন-ধন যোজনা কর্মসূচির অধীনে কম খরচে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড চালু করা এবং বাণিজ্য পরিষেবা ফি হ্রাস করার উদ্যোগ। ফলে গ্রাহকরা ধীরে ধীরে নগদ থেকে কার্ড-ভিত্তিক লেনদেন স্থানান্তরিত হচ্ছেন।